Presents By Tarik Anwar

Big Breaking News- তিতলি’র কারণে স্থগিত রেলের পরীক্ষা

স্থগিত রেলের পরীক্ষা

       

        “তিতলি”র জন্য উড়িষ্যা সরকার আগামী ১১ও ১২ অক্টোবর সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে। রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই দুদিনে যেসমস্ত পরীক্ষার্থীর লেভেল – ১ (গ্রুপ ‘ডি’) পরীক্ষার সেন্টার ভুবনেশ্বরে নির্ধারিত হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। পুনঃনির্ধারিত পরীক্ষার তারিখ পরীক্ষার্থীদের এসএমএস বা ই মেল- এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।




     ২০১৮ ফেব্রুয়ারি মাসে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বার করে রেল। ফর্ম ফিল আপ শেষ হয় মার্চ মাসে। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় রেলের গ্রুপ ডি-র জন্য লেভেল-১ পরীক্ষা নেওয়া। কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গাতে গ্রুপ ডি লেভেল-১ পরীক্ষার সেন্টার পড়ে। দক্ষিণ-পূর্ব রেলের পরীক্ষার সেন্টার পড়ে ভুবনেশ্বরেও। ‘তিতলি’র কারণেই ওখান আপাতত হচ্ছে না পরীক্ষা।
১১-১২ তারিখে রেলের পরীক্ষা দেওয়ার জন্য অনেক চাকরীপ্রার্থীই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন। গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার জন্য বাংলা থেকেও গেছেন প্রচুর ছেলেমেয়ে যাদের মধ্যে অনেকে হোটেলে রয়েছেন। তিতলি ঝড়ের কারণে পরীক্ষা বাতিল হওয়াতে অসুবিধেয় পড়েছে এই সব চাকরীপ্রার্থীরা।
একটি বিজ্ঞপ্তিতে গোটা দেশে বিভিন্ন পদে ৬২, ৯০৭ জন গ্রুপ ডি কর্মীকে নিয়োগ করার কথা বলেছে রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী গেটম্যান, পোর্টার, পয়েন্টম্যান, ট্র্যাক মেন্টেনার (গ্রেড-৪) ও হেল্পারের বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল ৷ রেলের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগে হেল্পার নিয়োগের জন্য পরীক্ষা নেবে কলকাতা সহ রেলের ১৬টি রিক্রুটমেন্ট বোর্ড ।

No comments

ডিসেম্বরের মধ্যেই মালদা, মুর্শিদাবাদ দুটি জেলা ভেঙে রাজ্যে হচ্ছে পাঁচটি জেলা

 ডিসেম্বরের মধ্যেই মালদা, মুর্শিদাবাদ দুটি জেলা ভেঙে রাজ্যে হচ্ছে পাঁচটি জেলা        রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা। ভাগ হয়ে যাচ্ছ...

Powered by Blogger.