কীভাবে অনলাইনে নতুন ভোটার কার্ড তৈরি কিংবা ট্রান্সফার করবেন জেনেনিন
বাড়িতে বসেই নতুন ভোটার কার্ড এর আবেদন করুন
এবার থেকে বাড়িতে বসেই অনলাইনে বানিয়ে ফেলতে পারবেন ভোটার আইডি কার্ড। শুধু নতুন করে বানিয়ে ফেলাই নয়, ভোটার কার্ড এক্সচেঞ্জ করা, ঠিকানা বদল সবকিছুই করা যাবে এখন অনলাইনে।
কিভাবে অনলাইনে আবেদন করবেন।
প্রথমে আপনাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://www.nvsp.in প্রবেশ করতে হবে।
তারপর আপনাদের Apply online for registration of new voter অপশানে ক্লিক করতে হবে।
তারপর আপনাদের সামনে ফর্ম ৬ ওপেন হবে, আর এই ফর্মটি আপনাদের ফিলআপ করতে হবে। এখানে আপনারা ভাষার অপশানে আপনাদের পছন্দের ভাষা বেছেনিতে পারবেন। তারপর ফর্ম ফিলআপ করুন। ফর্মটি সাবধানে ফিলআপ করবেন কারন এখানে যা লিখবেন তাই আপনার ভোটার আইডি কার্ডে দেখা যাবে।
আপনাদের আবেদন করার পরে ইলেকশান কমিশনের অফিসার আপনারা ডকুমেন্ট দেখবেন।
এবার যদি সব কিছু ঠিক থাকে তবে ১ মাসের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড আপনার বাড়িতে পোস্ট করে দেওয়া হবে।
No comments